বাংলার খবর২৪.কম : সামান্য চাপেই বেঁকে যাচ্ছে আইফোন ৬ প্লাস। অ্যাপলের বড় আকারের এ ফোনটি নিয়ে কয়েকজন ক্রেতার এমন গুরুতর অভিযোগের পরও মুখ বন্ধই রেখেছিল অ্যাপল। পকেটে রাখা আইফোন ৬ প্লাস সামান্য চাপেই বেঁকে যাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ বিভিন্ন ব্লগে অ্যাপলের ফোন বেঁকে যাওয়ার ঘটনাটি ‘বেন্ডগেট’ নামে যখন শোরগোল তুলেছে তখন আর নিশ্চুপ থাকেনি প্রতিষ্ঠানটি। অ্যাপল এ-সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। যাঁরা আঁটসাঁট জিনসের প্যান্ট পরেন তাঁদের ক্ষেত্রে ফোন বেঁকে যেতে পারে বলেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনেকেই বলছেন, অত্যন্ত হালকা অ্যালুমিনিয়াম দিয়ে কাঠামো তৈরি হওয়ায় ফোন বেশি নাজুক হয়ে গেছে। অ্যাপলকে খোঁচাঃ আইফোন বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপলকে খোঁচা দিয়েছে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও ব্ল্যাকবেরি। এক টুইটে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন সামান্য বাঁকানো নকশার গ্যালাক্সি নোট এজের ছবি দিয়ে টুইটে বলেছে ‘কার্ভড নট বেন্ড’। এদিকে ব্ল্যাকবেরিও অ্যাপলকে খোঁচা দিয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী জন চেন ‘পাসপোর্ট’ নামে নতুন ফোন উদ্বোধনের সময় মন্তব্য করেছেন ‘পাসপোর্ট বাঁকা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান