ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে সতর্ক করে বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন। এই ভাইরাসে আরও অনেক মৃত্যু হবে বলেও ধারণা করছেন তিনি।
রোববার (৪ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ২২,৯৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং নতুন মৃত্যু ১,০১০ জনের।
সম্পর্কিত খবর
সুর পাল্টালো ডব্লিউএইচও, সবাইকে মাস্ক পরার পরামর্শ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
করোনায় প্রেমিক যুগলের মর্মান্তিক বিদায়
শনিবার করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে ট্রাম্প আগামী দুই সপ্তাহের চিত্র তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, সম্ভবত এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ হতে যাচ্ছে সবচেয়ে কঠিন সময়। দুর্ভাগ্যবশত, অনেক মৃত্যু হবে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোতে সামরিক বাহিনী ও চিকিৎসক নামানোর কথা বললেন ট্রাম্প, অঙ্গরাজ্যগুলোতে সাহায্যের জন্য আমরা দ্রুত ব্যাপক হারে সামরিক বাহিনী নামাতে যাচ্ছি। হাজার হাজার সৈন্য, হাজার হাজার স্বাস্থ্যকর্মী, পেশাদার নার্স ও চিকিৎসকও থাকবে।