বাংলার খবর২৪.কম ডেস্ক : আয় বহির্ভূত মামলায় দোষী ও দণ্ডপ্রাপ্ত হয়ে মুখ্যমন্ত্রিত্ব হারালেন তামিলনাড়ুর এআইএডিএমকে (অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম) দলের প্রধান জয়ললিতা। বাধ্য হয়ে নিজের বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী, বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী পনিরসেলভামকে মুখ্যমন্ত্রী পদে বসালেন তিনি।
কিছুটা প্রত্যাশিত পথেই এই সিদ্ধান্ত। কেননা, এ নিয়ে পর পর দু’বার এমন বিপদে ভরসা হিসেবে পনিরসেলভামকেই বেছে নিলেন আম্মা জয়ললিতা।
তেরো বছর আগে তানসি জমি মামলার জেরে সুপ্রিম কোর্টের রায়ে যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেননি জয়া, তখনো এই মানুষটিকেই মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন তিনি। কিছুদিন পরে জয়া কোর্টের রায়ে রেহাই পেলে নেত্রীর নিতান্ত বাধ্য রাজনীতিক পনিরসেলভাম মুখ্যমন্ত্রীর গদি থেকে সরে দাঁড়িয়ে আম্মাকে ওই পদে স্বাগত জানান।
এবার তাই আদালতে যাওয়ার সময়েই তেষট্টি বছর বয়সি এই বিশ্বস্ত নেতাকে বেঙ্গালুরুতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন জয়া। তারপর আদালতের রায়ের ধাক্কার ভিতরেই নতুন মুখ্যমন্ত্রী নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে তাকে চেন্নাইয়ে ফিরতে বলেন নেত্রী।
সেই মতো এডিএমকে বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচন। রাজ্যপাল কে রোসাইয়া পনিরসেলভামকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকাল ১১টায় তিনি শপথ নিতে চলেছেন।
তবে শপথ নেওয়ার আগে জেলে নেত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভাবী মুখ্যমন্ত্রী। কিন্তু রোববারে ছুটির দিনে তা সম্ভব হয়নি। তবে আশার আলো হচ্ছে, একদিকে নেত্রীর অনুগত সৈনিকের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি, অন্যদিকে নেত্রীকে কিছুটা রেহাই দেওয়ার মরিয়া চেষ্টা।
সোমবারই কর্নাটক হাইকোর্টে জয়ললিতার জামিনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী বি কুমার। এজন্য দফায় দফায় পরামর্শ করছেন আম্মার আইনজীবীরা।
এদিকে, ‘আম্মা’ বিহীন রাজ্যে রোববার সারাদিনই কেমন একটা থমথমে পরিবেশ বিরাজ করেছে বলে জানা গেছে। দোকানপাট, সিনেমা হল বন্ধ। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যাওয়ার পরেই রায়ের বিরোধিতা করে আম্মার সমর্থকদের অনেকেই অনশন শুরু করেছেন। নেত্রীর সমর্থনে আবেগের সেই চিত্রনাট্য এখনো জারি রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান