
ডেস্ক : করোনা ভাইরাস কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩ শতাধিক জাপানিজ কাল ঢাকা ছেড়ে যাচ্ছেন। তাদের বেশিরভাগই বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ে কর্মরত। নাগরিকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভাড়া করেছে জাপান সরকার। উল্লেখ্য এর আগে যুক্তরাষ্ট্র, ভুটান ও মালয়েশিয়া ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।