বাংলার খবর২৪.কম,দিনাজপুরের হিলি স্থলবন্দর রোববার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে। ফলে এ সময় দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের নিয়মিত যাতায়াত চালু থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ঈদ উপলক্ষে অ্যাসোসিয়শনের এক বৈঠকে ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারত হিলি এক্সপোর্টার এন্ড সি এন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ২৭ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্র্রশাসন) এস.এম হায়দার জানান, ছুটি শেষে আগামী ২ আগস্ট বন্দরের সকল কার্যক্রম আবারো চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা মুদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।