ডেস্কঃ করোনা প্রতিরোধে সরকার ঘোষিত টানা (১০) দিনের সাধারণ ছুটিতে নিন্ম আয়ের মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া COVID-19 (করোনা ভাইরাস) প্রতিরোধে ও দূর্যোগ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়া দিয়ে দুঃস্থ ও নিম্নআয়ের গরীবদের মাঝে আজ ৩১শে মার্চ শহর সমাজসেবা কার্যালয়-০৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। দূর্যোগকালীন সময় পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৫০০ (পাঁচশত) গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা এর পরিচালক মীনা মাসুদুজ্জামান, ঢাকা জেলার উপ-পরিচালক মোঃ রকনুল হক, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরাদুল হক এবং শহর সমাজসেবা-০৬ মোহাম্মদপুর এর কর্মকর্তা কে এম শহীদুজ্জামান খান। তাছাড়া করোনা দূর্যোগ উপলক্ষে সারা দেশেই সমাজসেবা অধিদপ্তরের বিভিন্নমুখী সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা।
সে সময় তাঁরা আরো বলেন, সমাজের সকল শ্রেণী পেশার সামর্থবান মানুষকে নিন্ম আয়ের কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াবার এবং সকলকে নিজ নিজ ঘরে অবস্থান ও সামাজিক কাজকর্মে দূরত্ব বজায় রেখে চলবার জন্য আহবান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান