বাংলার খবর২৪.কম, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ‘স্টার লাইন’ সার্ভিসের এসি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা যাত্রীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
ডাকাতিকালে ড্রাইভার কামাল উদ্দিনকে তারা কুপিয়ে গুরুতর আহত করে।
রোববার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত তারা এ ডাকাতি করে।
যাত্রী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায় স্টার লাইন সার্ভিসের একটি এসি বাস (ঢাকা মেট্রে-ব-১৪৭১৫৬)।
বাস রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছালে ছদ্মবেশী সাত যাত্রী (সন্ত্রাসীরা) অস্ত্রের মুখে প্রথমে ড্রাইভারকে জিম্মি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে।
এরপর ওই সাত জন সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন গাড়ির চালানো শুরু করে। এসময় অন্য ছয়জন সন্ত্রাসী সকল যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে।
এরপর তারা যাত্রীদের পর্যায়ক্রমে তল্লাশী করে। এসময় যাত্রীদের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা এবং জুতাসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এরপর বাস কুমিল্লার দেবিদ্বার নামক স্থানে পোঁছালে তারা বাস রাস্তার একপাশে রেখে পালিয়ে যায়।
বাস যাত্রী জসিম অভিযোগ করে বলেন, ঘটনার দুই ঘন্টা পেরিয়ে গেলেও স্টার লাইন বাস সার্ভিস কতৃপক্ষ কেনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে আমার চরম ভোগান্তির মধ্যে পড়েছি।
তিনি আরো অভিযোগ করেন, ঢাকা-ফেনী রোড়ে একমাত্র বাস সার্ভিস এই ‘স্টার লাইন’ পরিবহন। যাতে চরম অব্যবস্থাপনা।