বাংলার খবর২৪.কম, কক্সবাজার: রামু কেন্দ্রীয় সীমা বিহার। বৌদ্ধমূর্তির সামনে নতজানু হয়ে বসে প্রার্থনায় মগ্ন কয়েকজন। পেছনে অনেকে ব্যস্ত প্রবারণা উৎসবের প্রস্তুতি নিয়ে। এখানে ছোট ছোট বাচ্চাও রয়েছে। বাইরেও কেউ কেউ এদিক-ওদিক দেখছেন।
কাউকে দেখেই বোঝার উপায় নেই, মাত্র দু’বছর আগেই তারা মুখোমুখি হয়েছিলেন নিষ্ঠুর এক ধ্বংসযজ্ঞের। যেখান থেকে সৃষ্টি হয়েছিল ইতিহাসের এক বর্বরতম অধ্যায়। তবে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই সেই ভয়াবহ ট্রাজেডির কথা স্মরণ করিয়ে দিতে হলো তাদের। মুহূর্তেই কিছুক্ষণের জন্য থমকে যায় সময়! তারপর কেটে যায় কিছু মুহূর্ত। দীর্ঘশ্বাস ফেলে একে একে অনেকে বলতে শুরু করেন সেই দিনের ভয়াবহতার কথা। কিভাবে চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে আত্মার মন্দির! কিভাবে অতিচেনা মানুষগুলো হঠাৎ হয়ে উঠতে পারে জমদূতের প্রেতাত্মা!
আজ ২৯ সেপ্টেম্বর ভয়াবহ রামু ট্রাজেডির দুই বছর পূর্ণ হলো। বৌদ্ধ ধর্মী যুবক উত্তম বড়ুয়া কর্তৃক ফেইসবুকে কোরআন অবমাননাকর ছবি পোস্টকে কেন্দ্র করে ২০১২ সালের এই দিনে কিছু দুষ্কৃতিকারীর দেয়া আগুনে ভস্মিভূত হয়েছিল শত শত বছরের পুরনো রামুর পুরাকীর্তি ১১টি বৌদ্ধমন্দির। আগুনের লেলিহান শিখায় ধূলিস্মাৎ হয়েছিল অসংখ্য বসতি।
মাত্র দুই বছরেই সেই ভয়াবহতা আর বিভৎসতার রেশ মাত্র নেই বৌদ্ধ পল্লীতে। সব কিছু কাটিয়ে বৌদ্ধরা এখন শতভাগ স্বাভাবিক জীবন যাপন করছেন। কাঠের মন্দিরের স্থলে হয়েছে আধুনিক স্থাপত্যের চকচকে সুরম্য মন্দির। সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা আর সকল সম্প্রদায়ের মানুষের সহমর্মিতাই তাদের স্বাভাবিক জীবনে ফিরতে অবদান রেখেছে; সকল স্তরের বৌদ্ধধর্মীয় লোকজন দৃঢ়ভাবেই এমনটি জানিয়েছেন। তারা জানিয়েছেন, তাদের মাঝে এখন আর ভয় নেই। নেই সাম্প্রদায়িক সম্প্রীতির ঘাটতি, ধর্মীয় বিদ্বেষ আর অপূর্ণতা।
কেন্দ্রীয় সীমা বিহার এলাকার ক্ষতিগ্রস্ত ববিতা বড়ুয়া বলেন, ‘সেই ঘটনার পর মনে হয়েছিল; জীবনে আর কখনো দাঁড়াতে পারবো না। ফিরতে পারবো না স্বাভাবিক জীবনে।’ ঘরবাড়িসহ সব হারানো নিঃস্ব মানুষের এমনটি মনে হওয়া স্বাভাবিক বলে বললেন তিনি।
ধ্বংসযজ্ঞ পরবর্তী সহযোগিতার ও সহমর্মিতার কৃতজ্ঞা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার থেকে শুরু করে সব সম্প্রদায়ের মানুষের যে ভালোবাসা, সহমর্মিতা আর সহযোগিতা পেয়েছি তা সত্যিই অভূতপূর্ব। এতে আমরা অভিভূত আর কৃতজ্ঞ। সকলের ভালোবাসাই আমরা ফের আলোয় ভরা ভুবনে ফিরেছি।
ববিতা বড়ুয়া আরো বলেন, ‘আমরা সব পেয়েছি। তাই নিয়ে আমরা খুবই ভালো আছি। অতীত মনে করে মাঝে মাঝে আতঙ্ক জাগলেও এখন আর আত্মবিশ্বাস হারাই না।’
কক্সবাজার সরকারি কলেজে বিবিএ পড়ুয়া জয় বড়ুয়া উন্মেষ বলেন, ‘এখন আমি আমার সেই মুসলিম বন্ধুকে নিয়ে এক সঙ্গে খেলি, ঘুরি আর পড়ি। আমাদের মাঝে এখন আর বিন্দুমাত্র ক্ষোভ, বিদ্বেষ আর ক্লেশ নেই। যা হারিয়েছি তা নিয়ে ভেবে লাভ কি! আমরাও সব ফিরে পেয়েছি। তার মাঝে যদি সম্প্রীতিটা না আসে তাহলে সব কিছুতে অপূর্ণতা থেকে তাকে যাবে। তাই সব কিছু ভুলে আমরা সাম্প্রদায়িকতার ছাতার বসবাস করছি।’
‘তবে সব কথার মাঝে কিছু কথা থেকে যায়। হ্যা! আমরা সব পেয়েছি। কিন্তু একটি অপূর্ণতা আমাদের সারা জীবন তাড়া করবে। পুড়ে যাওয়া এমন কিছু ধর্মীয় বই আর পুরাকীর্তি; যা কখনো আমরা ফিরে পাবো না। কেউই আমাদের এ অমূল্য সম্পদগুলো ফিরিয়ে দিতে পারবে না।’ অনেকটা ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলেন কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ ভিক্ষু।
তিনি বলেন, ‘আমরা বিচারের অপেক্ষায় আছি। সঠিক বিচার চাই আমরা। যদি সঠিক বিচার পাই তাহলে আমাদের আত্মাকে শান্তনা দিতে পারবো। একই সাথে মানবজাতি বিশ্বাস করবে যে কারও বা কোনো ধর্মীয় অনুভূতি, বিশ্বাস আর উপসনালয়ে আঘাতের কঠোর বিচার হয়।’
বরাবরের মতো হামলার ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রজ্ঞানন্দ ভিক্ষু। তিনি অভিযোগ করেন, অনেক চিহ্নিত হামলাকারী সেই থেকে প্রকাশ্যে ঘুরে। মামলার আসামি তো দূরের কথা; উল্টো তারাই সেজেছেন দয়াবীর দরদী। আমাদের নিয়ে তাদের মায়াকান্না দেখি। যা দেখলে আমাদের দেহে সেল বিঁধে।’
জেলা পুলিশের তথ্য মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোরআন শরীফ অবমাননার একটি ছবির ইস্যুতে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে সংঘটিত হয় ভয়াবহ ঘটনা। এতে রামুর ১১টি বৌদ্ধমন্দির ও বেশ কিছু বসতবাড়ি পুড়ে যায়। এর পরের দিন ৩০ সেপ্টেম্বর একই ঘটনা সংঘটিত হয় কক্সবাজারের সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায়। এসব এলাকায় আট বৌদ্ধমন্দির ও বেশ কিছু বসতি পুড়ে যায়।
এসব ঘটনায় কক্সবাজারের চারটি উপজেলায় ১৯টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে রামু থানায় আটটি। উখিয়া থানায় সাতটি, কক্সবাজার সদর থানায় দুটি ও টেকনাফ থানায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয় ১৫ হাজার লোকজনকে। এদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৩৭৫ জন। চলতি বছর ১৯টি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, ১৯ মামলায় চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে ৯৪৫ জন। এর মধ্যে রামু উপজেলার আট মামলায় অভিযুক্ত হলেন ৪৫৮ জন। মামলাগুলো বিচার কার্যক্রম চলছে।
বৌদ্ধদের অভিযোগ, মামলা নিয়ে ব্যাপক বাণিজ্য ও নিরীহ লোকজনকে হয়রানি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকে অভিযোগ করেন, পুলিশ এবং কিছু দুষ্ট লোক মিলে অর্থবাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য বেশ কিছু নিরীহ লোকজনকে মামলার আসামি বানিয়েছে। চাজর্শিটভুক্তদের মধ্যেও অনেক নিরীহ লোকজন রয়েছে। এ নিয়ে সকলের মধ্যে রয়েছে একটি তীব্র অসন্তোষ বিরাজ করছে।
অনেকে সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার অনেক ছবি ও ভিডিও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্তও হয়েছে। কিন্তু এতে চিহ্নিতদের অনেকেই মামলায় আসামি নন। আবার এমন অনেক ব্যক্তিকে মামলায় জড়ানো হয়েছে যারা কোনোভাবেই এ ঘটনায় জড়িত নন।
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ‘মামলাগুলো বিচারাধীন রয়েছে। এ নিয়ে বেশি কিছু বলা যাবে না। শুধু এতটুকু বলতে চাই, সাক্ষ্য-প্রমাণেও যেন নিরীহ লোকজনকে ফেঁসে না সে জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো।’
বাংলাদেশ বৌদ্ধ সমিতির রামু উপজেলা সভাপতি স্বপন বড়ুয়া জানান, ঘটনার দুই বছরের মধ্যে বৌদ্ধরা নিরাপত্তায় রয়েছে। কিন্তু মামলার প্রক্রিয়াটি আরো যাচাই বাছাই জরুরি। এতে যে সব নিরীহ লোক হয়রানি হচ্ছে তাদের বাদ দিয়ে প্রকৃতদের আসামি করে বিচারের ব্যবস্থা করতে হবে। না হলে অপরাধীরা উৎসাহী হবে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ‘তদন্ত করে মামলাগুলোর চার্জশিট দাখিল করেছে পুলিশ। এখন তা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতেই প্রমাণ হবে কে দোষী কে নির্দোষ।’