ফারুক আহমেদ সুজন :প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ শ্রমিকদের পাশে দাঁড়ানো আহবান জানিয়েছেন মো: জিল্লুর রহমান চৌধুরী। যার যার সাধ্য অনুযায়ী পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি ।আজ শনিবার বাংলার খবর কে জানান, নভেল করোনাভাইরাসের কারণে এই সঙ্ককটকালীন মুহূর্তে পরিবহণ শ্রমিকরা বেশি সমস্যায় রয়েছেন। গাড়ীর মালিক সহ সমাজের ধনী ও বিত্তবানদের খেটে খাওয়া দিনমজুর সহ চালকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।
এই দূরদিনে পরিবহণ শ্রমিকদের পাশে দাঁড়ানো সকল পরিবহন মালিকদের উচিৎ। সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা হওয়ায়। সব কিছুর মত গনপরিবহন ও বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকরা সমাজের সব চেয়ে অবহেলিত। তাদের কোন সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নাই।
তাদের অধিকাংশ ই দিন আনে দিন খায়। বর্তমান অবস্থায় তারা খুবই অসহায় দিনযাপন করছে।এমতাবস্থায় পরিবহন মালিকের উচিৎ তাদের পাশে দাঁড়ানো। তিনি আরো জানান, আমরা প্রয়োজনে বাহিরে যাব। অন্যথায় ঘরের বাহিরে যাব না। তাই দয়া করে সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন এবং সবার জন্য প্রার্থনা করুন।
মো: জিল্লুর রহমান চৌধুরী
মোটরযান পরিদর্শক
ঢাকা মেট্রো সার্কেল-১।