বাংলার খবর ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
বুধবার বেলা ১২টার দিকে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের জন্য খোলা হটলাইনে ২ হাজার ৭৩০টি কল এসেছে। এরমধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত। এছাড়া এই সময়ের মধ্যে ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হলো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান