বাংলার খবর২৪.কম : আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব। এবার রাজশাহীর ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকায় ৮২টি মণ্ডপ রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। এসব মণ্ডপে র্যাব-পুলিশের পাশপাশি বিপুল সংখ্যক আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
জেলা ও নগর পুলিশ সূত্র মতে, রাজশাহীর ৪০৮টি মণ্ডপের মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৬৭টি। এর মধ্যে বোয়ালিয়ায় ৪৪টি, রাজপাড়ায় ১০টি, শাহমখদুম এলাকায় সাতটি এবং মতিহারে ছয়টি। পুলিশের তালিকায় নগরীর ১১টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকিপূর্ণ ও সাধারণ তালিকায় রয়েছে যথাক্রমে ৪২টি ও ১৪টি।
এছাড়া জেলায় ৩২৬টির মধ্যে তানোর উপজেলায় ৫০টি, গোদাগাড়ীতে ৩৮টি, পবায় ১৩টি, মোহনপুরে ১৯টি, বাগমারায় ৭১টি, দুর্গাপুরে ১৭টি, পুঠিয়ায় ৪৫টি, চারঘাটে ৩৫টি এবং বাঘায় ৩৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। পুলিশের তালিকায় জেলায় অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে ৭১টি।
নগর পুলিশ সূত্র জানায়, এরই মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ষষ্ঠি পূজা অর্থাৎ দেবী বোধনের আগের দিন থেকে প্রতিমা বিসর্জনের রাত পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বলবত থাকবে। দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার জন্য এরই মধ্যে আরএমপি সদর দফতর থেকে থানা পর্যায়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
একই সঙ্গে হিন্দু ধর্মালম্বীরা প্রতিমা ও মণ্ডপ তৈরি থেকে প্রতিমা স্থাপন পর্যন্ত সব কার্যক্রম এবং আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরএমপি’র উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, এবারো শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আলাদা নজরদারিও থাকবে।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর জানান, পূজা মণ্ডপগুলোসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদারের এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে। ওই সভায় নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে আসনার ও ভিডিপির রাজশাহী জেলা কমাড্যান্ট আসরাফুল আলম বলেন, এবার জেলার ৪০৮ মণ্ডপে দুই হাজার ২৩২ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বপালন করবেন। তারা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোতায়েন থাকবেন।
এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে নগরীর হিন্দু অধ্যুষিত এলাকায় লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।