
ফারুক আহমেদ সুজনঃ ২০১৯ নভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রবিবার বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক ইঞ্জিঃ লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ নভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলা এলাকার ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড এ উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম গ্রহন আপাতত আগামী ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এর আগে ১৯ মার্চ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ র সকল সার্কেলের ড্রাইভিং লাইসেন্স এর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড এর পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করে দেশের সকল বিআরটিএর সহকারী পরিচালকদের সার্কুলার পাঠানো হয়েছে ।