ডেস্ক : নভেল করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ভোলার দৌলতখানে একটি বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশ এ পর্যন্ত ১৭ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের।
এই পরিস্থিতিতে সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছে সরকার। জনসমাগমে এ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে বলে সব ক্লাব ও সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি বড় আকারে বিয়ের অনুষ্ঠান না করতেও সরবার প্রতি আহ্বান জানানো হয়েছে; বাস, রেল ও লঞ্চে যাত্রী পরিবহন সীমিত করতে বলা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র বলেন,উপজেলার চর খলিফা ৩ নম্বর ওয়ার্ডের জামাল মৃদা বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো. ইলিয়াছ গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ তাদের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিল। কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।