ফারুক আহমেদ সুজনঃ ৩১ মার্চ পর্যন্ত বিআরটিএ'র সকল ড্রাইভিং টেস্ট পরীক্ষা বন্ধ
করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ র সকল সার্কেলের ড্রাইভিং লাইসেন্স টেস্ট পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ ১৯ মার্চ বিআরটিএর সদর কার্যালয়ের পরিচালক ইঞ্জিঃ লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত একটি স্থগিতাদেশ জারী করা হয়েছে। আগামীকাল থেকে দেশের সকল বিআরটিএর সহকারী পরিচালকদের ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড এর পরীক্ষা স্থগিত সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে ।
সার্কুলারে বলা হয়ে, ২০১৯ নভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলা এলাকার ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড এর পরীক্ষা আপাতত আগামী ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
বিষয়টি বিআরটিএর সকল সার্কেলে সহকারী পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি / সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান