পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

কর্মীকে ছুরিকাঘাত, বড়লেখায় কলেজ ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিজ দলের কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমিন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের রবিবার (১৫ মার্চ) যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে তৌফিককে ছুরিকাঘাতে আহত করা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদ, তার ভাই তাজিম আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, জীবন মিয়া ও ইমরান আহমদের নামে থানায় মামলা হয়েছে। আহত ছাত্রলীগ কর্মীর বাবা আব্দুল মুহিত বাদী হয়ে শনিবার রাতে বড়লেখা থানায় এই মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে আজ বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে আহত করা ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

জানা গেছে, ফেসবুকে দেওয়া ছবিতে মন্তব্যের জের ধরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের নেতৃত্বে নিজ দলের কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাত করা হয়। গত শুক্রবার পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৪ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা তাঁকে কিল-ঘুষি মেরে ফেলে যান। স্থানীয় লোকজন তৌফিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত ছাত্রলীগকর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে এই ঘটনায় রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জরুরী বর্ধিত সভা ডেকেছে উপজেলা ছাত্রলীগ। বড়লেখা পৌরসভা মিলনায়তনে এই বিশেষ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে।

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রবিবার বিকেল সাড়ে ৫টায় বলেন, ‘কর্মীকে ছুরিকাঘাত করে জুনেদ সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য জেলা নেতৃবৃন্দ তাকে সাময়িক বহিষ্কার করেছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীকে জানিয়েছি। এছাড়া রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের সকল ইউনিটের নেতাদের নিয়ে বর্ধিত সভা ডাকা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

কর্মীকে ছুরিকাঘাত, বড়লেখায় কলেজ ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

আপডেট টাইম : ০২:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিজ দলের কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমিন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের রবিবার (১৫ মার্চ) যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে তৌফিককে ছুরিকাঘাতে আহত করা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদ, তার ভাই তাজিম আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, জীবন মিয়া ও ইমরান আহমদের নামে থানায় মামলা হয়েছে। আহত ছাত্রলীগ কর্মীর বাবা আব্দুল মুহিত বাদী হয়ে শনিবার রাতে বড়লেখা থানায় এই মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে আজ বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে আহত করা ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

জানা গেছে, ফেসবুকে দেওয়া ছবিতে মন্তব্যের জের ধরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের নেতৃত্বে নিজ দলের কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাত করা হয়। গত শুক্রবার পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৪ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা তাঁকে কিল-ঘুষি মেরে ফেলে যান। স্থানীয় লোকজন তৌফিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত ছাত্রলীগকর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে এই ঘটনায় রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জরুরী বর্ধিত সভা ডেকেছে উপজেলা ছাত্রলীগ। বড়লেখা পৌরসভা মিলনায়তনে এই বিশেষ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে।

বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রবিবার বিকেল সাড়ে ৫টায় বলেন, ‘কর্মীকে ছুরিকাঘাত করে জুনেদ সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য জেলা নেতৃবৃন্দ তাকে সাময়িক বহিষ্কার করেছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীকে জানিয়েছি। এছাড়া রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের সকল ইউনিটের নেতাদের নিয়ে বর্ধিত সভা ডাকা হয়েছে।’