ডেস্ক: করোনা ভাইরাস মহামারিতে কাঁপছে বিশ্ব। দেশের পর এক দেশে আঘাত হানছে প্রাণঘাতি এ ভাইরাস। ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৫২টি দেশে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের জন্য আজরাইল হয়ে এসেছে করোনা ভাইরাস।
এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়তে বাধ্য হচ্ছেন ৯৪ বছর বয়সী ব্রিটেনের রানী এলিজাবেথ। স্বামী প্রিন্স ফিলিপসহ উইন্ডসর ক্যাসেলে গিয়ে বসবাস শুরু করতে যাচ্ছেন রানী।
তবে পরিস্থিতি আরও জটিল হলে স্বেচ্ছায় নরফোকের সান্দিরিঘামের কোয়ারেনটাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।
বাকিংহাম প্যালেস সূত্রে জানা গেছে, রানী এলিজাবেথ এখনও সুস্থ আছেন। করোনা আক্রান্ত হওয়ার কোনও লক্ষণও নেই তার মধ্যে। তবু আগাম স্বাস্থ্য নিরাপত্তায় রাজপ্রাসাদ ছাড়ছেন তিনি।
এদিকে রানীর প্রাসাদ ছাড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে। ভাইরাস সংক্রমণ এড়াতে গত এক সপ্তাহ ধরে বাইরের কারও সঙ্গে সাক্ষাত করছেন না রানী। এরইমধ্যে যুক্তরাজ্যের চেশায়ার, ক্যামডেন শহরে সফরও বাতিল করেছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান