বাংলার খবর২৪.কম : মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী শহর সাদাত সিটিতে আতিক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তেইরপাড়া গ্রামে। তার বাবার নাম আজিজুল হক।
জানা গেছে, আতিক সাদাত সিটিতে একটি কোম্পানিতে কাজ করতেন। গত পরশু তাকে কয়েকজন বাঙালি আটক করে পাঁচ তলার একটি ফ্ল্যাটে বন্দি করে রাখে। এরপর তারা বাংলাদেশে ফোন করে আতিকের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এক পর্যায় আতিককে আটকে রেখে দুষ্কৃতিকারীরা বাইরে চলে যায়। আতিক এই সুযোগে জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়লে কোমরের হাড় ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করলে তার মৃত্য হয়।
পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে লাল মিয়া ও কাউসার নামে দুজনকে আটক করেছে।
আতিক আদৌ কি লাফিয়ে পড়েছিলেন নাকি তাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।