বাংলার খবর২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া : ক্ষমতাসীন আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল অবস্থার চাপে সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাতে নির্বাচন করছে। নির্বাচনের পর সংলাপ করবে, কথাবার্তা বলবে, গ্রহণযোগ্য নির্বাচন করবে। কিন্তু আওয়ামী লীগ কথা রাখেনি।’
ড. কামাল বলেন, ‘দেশের মানুষ ও আন্তর্জাতিক সমাজকে সাক্ষী রেখে এই কথা বলেছিল আওয়ামী লীগ। কিন্তু তারা এখন বলছে পাঁচ বছর ক্ষমতায় থাকবে।’
রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর কমিউনিটি সেন্টারে জেলা গণফোরাম আয়োজিত ‘কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক’- শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশের মালিক জনগণ। দেশের এই পরিস্থিতিতে জনগণকেই ভূমিকা রাখতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন এ দেশের ৯০ ভাগ মানুষ সমর্থন করেনি।’
জেলা গণফোরামের সভাপতি এডভোকেট তারিকুর রউফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সহ-সভাপতি জগলুল হায়দার আফরিন, গণফোরাম কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী প্রমুখ।
ড. কামাল হোসেন আরো বলেন, ‘এর আগের বার আওয়ামী লীগ দিন বদলের কর্মসূচি দিয়ে ক্ষমতায় এলো। কিন্তু পাঁচ বছরে তারা কয়টা কর্মসূচি পালন করলো?’
সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন। কিন্তু সেখানে সীমান্ত সমস্যা ও তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হলো না। আওয়ামী লীগ বুঝানোর চেষ্টা করছে ভারত তাদের সঙ্গে রয়েছে। আর বিএনপি বুঝানোর চেষ্টা করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গে রয়েছে। জনগণ কার সঙ্গে আছে সেটা তারা বলে না।’
তিনি আরো বলেন, ‘দুই নেত্রী এবং তাদের দল ও জোটের কাছে দেশ নিরাপদ নয়। দেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান