ডেস্ক : বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধিতে জনগণের খুব একটা ভোগান্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হচ্ছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলমান থাকবে।’
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নরসিংদীর বহিস্কৃত যুব মহিলা লীগের নেত্রী পাপিয়ার পেছনের যারা আছেন, তারাও নজরদারিতে রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারাও নজরদারিতে আছেন।’
তিনি আরো বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে অপকর্ম হোক, কেও রেহাই পাবে না। থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’
বিএনপির বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোন রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয়। আদালত বেগম খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।’
করোনা ভাইরাস পরিস্থিতি দুই মাসের মধ্যে উন্নতি না হলে পদ্মা সেতু ও কর্নফুলী টানেলের কাজ কিছুটা বাধাগ্রস্ত হবে বলেও জানান সেতুমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপ দফতর সম্পাদক সায়েম খান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান