ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় ৭২ ঘণ্টার দাঙ্গায় একটি মসজিদ আগুনে পুড়ে গিয়েছিল। কিন্তু আগুনে পুড়ে যাওয়া সত্ত্বেও ওই মসজিদে শুক্রবারে (২৮ ফেব্রুয়ারি) মুসলমানরা জুমার নামাজ আদায় করেন। বার্তা সংস্থা ওয়াশিংটন টাইমস জানায়, শুক্রবার দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে আগুনে পুড়ে যাওয়া ওই মসজিদে প্রায় ১৮০ জন জুমার নামাজ আদায় করেন।
নামাজে উপস্থিত মোহাম্মদ সুলাইমান নামক একজন বলেন,‘যদি তারা আমাদের মসজিদ ধ্বংস করে, তাহলে আমরা পুনরায় তা পুননির্মাণ করবো। এটি আমাদের ধর্মীয় অধিকার এবং ধর্মপালন থেকে কেউ আমাদের নিবৃত্ত করতে পারবে না।’ ভারতের নয়াদিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আর আক্রান্তের সংখ্যা আড়াই শর বেশি বলে জানিয়েছে দেশটির অনেক গণমাধ্যম।