কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নৌকাডুবির ৪২ ঘণ্টা পর আরো সাতজনের লাশ পাওয়া গেছে নদীতে। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত নদী থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
ফলে ঈদের দিনে নৌকাডুবির ঘটনায় মোট আটজনের লাশ পাওয় গেছে। তবে এখনও আরো কয়েকজনের খোঁজ মেলেনি।
ভেড়ামারা মডেল থানার ওসি মামুন খান জানান, উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রায়টা পাথরঘাটা এলাকার নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করেন। এরা হলেন- কালু (১৮), শিখা (১৮) ও শাহাজুল (৩২)। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায়।আ
এছাড়া সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় নদী থেকে উদ্ধার করা হয় বিভা (২০) ও বিথি (১৫) নামের আরো দুই জনের লাশ। তাদের বাড়ি দৌলতপুরের তারাগুনিয়ার ফারাকপুর ও গঙ্গারামপুরে।
মিরপুর থানার ওসি শাহীনুল ইসলাম শাহীন জানান, তালবাড়িয়ার স্থানীয় বাসিন্দারা সকালে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
এরপর সকাল ১০টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরে নদী থেকে একজন পুরুষ এবং খোকসা উপজেলার আমবাড়িয়ায় একটি মেয়ে শিশুর লাশ পাওয়া যায় বলে কুষ্টিয়া মডেল থানার এস আই মনির ও খোকসা থানার ওসি মতিয়ার রহমান জানান। তবে এই দুই জনের পরিচয় সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
খুলনা থেকে আসা আট সদস্যের ডুবুরি দল ভেড়ামারার রায়টা থেকে হার্ডিঞ্জ সেতু এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানান পুলিশ।
খুলনা থেকে আসা আট সদস্যের ডুবুরি দলের নেতা কাজী নাদির হোসেন জানান, বুধবার সকাল থেকে মাঝ পদ্মায় তল্লাশি শুরু করেন তারা। কিন্তু ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান তারা এখনো পাননি। মঙ্গলবার ঈদের দিন বিকাল সোয়া ৩টায় দৌলতপুর উপজেলার বৈরাগীরচরের কাছে মাঝ পদ্মায় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
জেলা প্রশাসন জানায়, স্থানীয়রা শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে ওই সময় ১৫ জন নিখোঁজ থাকার কথা উপজেলা প্রশাসন জানালেও বুধবার পলির লাশ উদ্ধারের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ আছেন ১২ জন।
ঈদ উপলক্ষে বৈরাগীরচর থেকে নারী ও শিশুসহ ২০/২২ জন যাত্রী ওই নৌকায় করে পদ্মার একটি চরে ভ্রমণে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর প্রবল স্রোত ও বাতাসে নৌকাটি ডুবে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান