অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

দেশে বেড়েই চলছে শিক্ষিত বেকারের সংখ্যা

বিশেষ প্রতিনিধি: দেশে ক্রমেই বেড়েই চলছে শিক্ষিত বেকারের সংখ্যা। দেশে ৩৭ ভাগ স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৪ ভাগের বেশিই বেকার। অথচ দেশের শ্রমবাজার দখল করে রেখেছে বিদেশিরা। দেশজুড়ে বেকারত্ব এমন ভয়াবহ চেহারা ধারণ করলেও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের কাজে নিয়োগে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই। এসব বিদেশি কর্মী নিয়োগের ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। এসব বিদেশি কর্মী নিয়োগে সুনিদিষ্ট নীতিমালা না থাকা ও তাদের নিয়োগে স্বচ্ছতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক-যুবতীর সংখ্যা প্রায় ২ কোটি। যা মোট শ্রমশক্তির ৩০ ভাগ। এর মধ্যে ৭৪ লাখের কোনো কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের সাথে যুক্ত নয়। এদের মধ্যে আবার ৭০ ভাগ প্রান্তিক যুবসমাজ। সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক গোলটেবিল সভায় বেকারত্বের এমন চিত্র ফুটে উঠে।

আর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদন বলছে, ২০১৭ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্ব ১০ দশমিক ৭ শতাংশ, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ২৮টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে প্রতিবছর উচ্চ শিক্ষা অর্জন করছেন ১০ লাখের বেশি শিক্ষার্থী।

সংস্থাটির সর্বশেষ তথ্যানুযায়ী, ২০১৭ সালে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে (ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ১২টি অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের শিক্ষার্থী ব্যতীত) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়সহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হন ৫ লাখ ২ হাজার ১শ ২৬ জন শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে বের হন ৭১ হাজার ৯শ ৫ জন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা প্রায় সাড়ে ৪ লাখ ছাড়াও রয়েছেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শেষ করা শিক্ষার্থী। ঝরে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি। প্রতিবছর উচ্চ শিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা এসব শিক্ষার্থীর প্রায় অর্ধেক থাকছেন বেকার। বাকিদের অধিকাংশের যোগ্যতা অনুযায়ী চাকরি মিলছে না।

বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের ৪৭ ভাগ স্নাতকই বেকার। দেশজুড়ে বেকারত্ব এমন ভয়াবহ চেহারা ধারণ করলেও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের কাজে নিয়োগে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই। বিদেশি কর্মী নিয়োগের ফলে বছরে ২৬ হাজার ৪শ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি’র গবেষক মনজুর-ই খোদা জানান, বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন। যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বৈধ কর্মী রয়েছেন ৯০ হাজার। এদের নূ্যনতম গড় মাসিক বেতন দেড় হাজার মার্কিন ডলার। সে হিসেবে বিদেশি কর্মীদের বার্ষিক আয় ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ৩০ শতাংশ স্থানীয় ব্যয় বাদে প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যায়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বৈধভাবে বিদেশে যায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৩ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যায়। টাকার অঙ্কে প্রায় ২৬ হাজার ৪শ কোটি টাকা। আর বার্ষিক রাজস্ব ক্ষতি হয় ১ দশমিক ৩৫ বিলিয়ন বা ১২ হাজার কোটি টাকা।

গবেষণায় বলা হয়, বাংলাদেশে যারা কাজ করতে আসেন তাদের ৫০ শতাংশই ভ্রমণ ভিসায় আসেন। এখানে কাজ যোগাড় করে আবার দেশে ফিরে যান। পরে আবার ভ্রমণ ভিসা নিয়ে আসেন। বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভারতীয় বাংলাদেশে কাজ করছেন। এমনকি সরকারি প্রকল্পে যেসব বিদেশি কাজ করছেন তারাও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষায় আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পেরেছি। কিন্তু শিক্ষার মান নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। আর এটিই হচ্ছে চ্যালেঞ্জ। লাখ লাখ শিক্ষিত বেকার। এত বেকার থাকার পরও বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে কাজ করছে ভারতের কয়েক লাখ মানুষ। তারা আমাদের দেশের শ্রমবাজার দখল করে রেখেছে। নিয়োগদাতারা বাংলাদেশের শিক্ষিতদের সার্টিফিকেট গ্রহণ করছে না। দেশে এত শিক্ষিত বেকার! ভারতের লাখ লাখ জনবল এসে কাজ করছে কীভাবে? এটি তো রীতিমতো ভাবনার বিষয়।

এ গবেষণায় দেশে বিদেশি কর্মী নিয়োগে অবৈধ অর্থের লেনদেনের বিষয়ও ওঠে আসে। সেখানে বলা হয়, ভিসার সুপারিশপত্র, বিদেশে বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহ, বিদেশি নাগরিক নিবন্ধন, কাজের অনুমতি, এসবি ও এনএসআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং ভিসার মেয়াদ বৃদ্ধিতে ২৩ থেকে ৩৪ হাজার টাকা নিয়মবহির্ভূতভাবে লেনদেন হয়।

এছাড়া বিদেশি কর্মী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে দেশি এঙ্পার্ট না খোঁজা, কর ফাঁকি, একই প্রতিষ্ঠানে ৫ বছরের বেশি কাজ করানো, ভিসা নীতি লঙ্ঘন ও বিদেশি কর্মীর বেতন কম দেখানো হয়। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারকে নীতিমালা প্রণয়ন করতে হবে। বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। সরকার নিজে অবৈধভাবে অবস্থানরতদের কিভাবে নিয়োগ দেয়, তার জবাব দিতে হবে। দেশে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পালনে তাদের আন্তরিক প্রচেষ্টা মানুষ দেখতে চায়।

এদিকে গত ডিসেম্বরে ঢাকায় এক গবেষণা সম্মেলনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জানায়, মাধ্যমিক পাস শিক্ষিত তরুণ-তরুণীদের ৩ ভাগের এক ভাগ বেকার। তারা কোনো কাজ করেন না বা পড়াশোনাও করেন না। শিক্ষিতদের মধ্যে সার্বিকভাবে ৪৮ শতাংশ পূর্ণকালীন কাজ করেন। ১৮ শতাংশের মতো খণ্ডকালীন কাজে নিয়োজিত। আর ৩৩ দশমিক ২ শতাংশ পুরোপুরি বেকার। বেকারের সংখ্যা সবচেয়ে বেশি স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে। প্রায় ৩৭ শতাংশ স্নাতক ডিগ্রিধারী বেকার। আর স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৪ শতাংশের বেশি বেকার।

এসএসসি পাস করা তরুণ-তরুণীদের মধ্যে বেকারত্বের হার যথাক্রমে ২৭ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করাদের ক্ষেত্রে এ হার ২৮ শতাংশ। এই গবেষণার নেতৃত্বে ছিলেন বিআইডিএসের মহাপরিচালক প্রখ্যাত অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদনে বলছে, দেশে প্রতিবছর ২১ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রায় ১৩ লাখের। কাজ পাচ্ছে না প্রায় ৮ লাখ কর্মক্ষম মানুষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

দেশে বেড়েই চলছে শিক্ষিত বেকারের সংখ্যা

আপডেট টাইম : ০২:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০

বিশেষ প্রতিনিধি: দেশে ক্রমেই বেড়েই চলছে শিক্ষিত বেকারের সংখ্যা। দেশে ৩৭ ভাগ স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৪ ভাগের বেশিই বেকার। অথচ দেশের শ্রমবাজার দখল করে রেখেছে বিদেশিরা। দেশজুড়ে বেকারত্ব এমন ভয়াবহ চেহারা ধারণ করলেও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের কাজে নিয়োগে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই। এসব বিদেশি কর্মী নিয়োগের ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। এসব বিদেশি কর্মী নিয়োগে সুনিদিষ্ট নীতিমালা না থাকা ও তাদের নিয়োগে স্বচ্ছতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক-যুবতীর সংখ্যা প্রায় ২ কোটি। যা মোট শ্রমশক্তির ৩০ ভাগ। এর মধ্যে ৭৪ লাখের কোনো কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের সাথে যুক্ত নয়। এদের মধ্যে আবার ৭০ ভাগ প্রান্তিক যুবসমাজ। সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক গোলটেবিল সভায় বেকারত্বের এমন চিত্র ফুটে উঠে।

আর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদন বলছে, ২০১৭ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্ব ১০ দশমিক ৭ শতাংশ, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ২৮টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে প্রতিবছর উচ্চ শিক্ষা অর্জন করছেন ১০ লাখের বেশি শিক্ষার্থী।

সংস্থাটির সর্বশেষ তথ্যানুযায়ী, ২০১৭ সালে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে (ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ১২টি অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের শিক্ষার্থী ব্যতীত) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়সহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হন ৫ লাখ ২ হাজার ১শ ২৬ জন শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে বের হন ৭১ হাজার ৯শ ৫ জন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা প্রায় সাড়ে ৪ লাখ ছাড়াও রয়েছেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শেষ করা শিক্ষার্থী। ঝরে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি। প্রতিবছর উচ্চ শিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা এসব শিক্ষার্থীর প্রায় অর্ধেক থাকছেন বেকার। বাকিদের অধিকাংশের যোগ্যতা অনুযায়ী চাকরি মিলছে না।

বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের ৪৭ ভাগ স্নাতকই বেকার। দেশজুড়ে বেকারত্ব এমন ভয়াবহ চেহারা ধারণ করলেও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের কাজে নিয়োগে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই। বিদেশি কর্মী নিয়োগের ফলে বছরে ২৬ হাজার ৪শ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি’র গবেষক মনজুর-ই খোদা জানান, বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন। যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বৈধ কর্মী রয়েছেন ৯০ হাজার। এদের নূ্যনতম গড় মাসিক বেতন দেড় হাজার মার্কিন ডলার। সে হিসেবে বিদেশি কর্মীদের বার্ষিক আয় ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ৩০ শতাংশ স্থানীয় ব্যয় বাদে প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যায়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বৈধভাবে বিদেশে যায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৩ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যায়। টাকার অঙ্কে প্রায় ২৬ হাজার ৪শ কোটি টাকা। আর বার্ষিক রাজস্ব ক্ষতি হয় ১ দশমিক ৩৫ বিলিয়ন বা ১২ হাজার কোটি টাকা।

গবেষণায় বলা হয়, বাংলাদেশে যারা কাজ করতে আসেন তাদের ৫০ শতাংশই ভ্রমণ ভিসায় আসেন। এখানে কাজ যোগাড় করে আবার দেশে ফিরে যান। পরে আবার ভ্রমণ ভিসা নিয়ে আসেন। বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভারতীয় বাংলাদেশে কাজ করছেন। এমনকি সরকারি প্রকল্পে যেসব বিদেশি কাজ করছেন তারাও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষায় আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পেরেছি। কিন্তু শিক্ষার মান নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। আর এটিই হচ্ছে চ্যালেঞ্জ। লাখ লাখ শিক্ষিত বেকার। এত বেকার থাকার পরও বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে কাজ করছে ভারতের কয়েক লাখ মানুষ। তারা আমাদের দেশের শ্রমবাজার দখল করে রেখেছে। নিয়োগদাতারা বাংলাদেশের শিক্ষিতদের সার্টিফিকেট গ্রহণ করছে না। দেশে এত শিক্ষিত বেকার! ভারতের লাখ লাখ জনবল এসে কাজ করছে কীভাবে? এটি তো রীতিমতো ভাবনার বিষয়।

এ গবেষণায় দেশে বিদেশি কর্মী নিয়োগে অবৈধ অর্থের লেনদেনের বিষয়ও ওঠে আসে। সেখানে বলা হয়, ভিসার সুপারিশপত্র, বিদেশে বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহ, বিদেশি নাগরিক নিবন্ধন, কাজের অনুমতি, এসবি ও এনএসআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং ভিসার মেয়াদ বৃদ্ধিতে ২৩ থেকে ৩৪ হাজার টাকা নিয়মবহির্ভূতভাবে লেনদেন হয়।

এছাড়া বিদেশি কর্মী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে দেশি এঙ্পার্ট না খোঁজা, কর ফাঁকি, একই প্রতিষ্ঠানে ৫ বছরের বেশি কাজ করানো, ভিসা নীতি লঙ্ঘন ও বিদেশি কর্মীর বেতন কম দেখানো হয়। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারকে নীতিমালা প্রণয়ন করতে হবে। বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। সরকার নিজে অবৈধভাবে অবস্থানরতদের কিভাবে নিয়োগ দেয়, তার জবাব দিতে হবে। দেশে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পালনে তাদের আন্তরিক প্রচেষ্টা মানুষ দেখতে চায়।

এদিকে গত ডিসেম্বরে ঢাকায় এক গবেষণা সম্মেলনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জানায়, মাধ্যমিক পাস শিক্ষিত তরুণ-তরুণীদের ৩ ভাগের এক ভাগ বেকার। তারা কোনো কাজ করেন না বা পড়াশোনাও করেন না। শিক্ষিতদের মধ্যে সার্বিকভাবে ৪৮ শতাংশ পূর্ণকালীন কাজ করেন। ১৮ শতাংশের মতো খণ্ডকালীন কাজে নিয়োজিত। আর ৩৩ দশমিক ২ শতাংশ পুরোপুরি বেকার। বেকারের সংখ্যা সবচেয়ে বেশি স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে। প্রায় ৩৭ শতাংশ স্নাতক ডিগ্রিধারী বেকার। আর স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৪ শতাংশের বেশি বেকার।

এসএসসি পাস করা তরুণ-তরুণীদের মধ্যে বেকারত্বের হার যথাক্রমে ২৭ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করাদের ক্ষেত্রে এ হার ২৮ শতাংশ। এই গবেষণার নেতৃত্বে ছিলেন বিআইডিএসের মহাপরিচালক প্রখ্যাত অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদনে বলছে, দেশে প্রতিবছর ২১ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রায় ১৩ লাখের। কাজ পাচ্ছে না প্রায় ৮ লাখ কর্মক্ষম মানুষ।