বাংলার খবর২৪.কম ডেস্ক : দুর্নীতির দায়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। এ ছাড়া তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়।
প্রায় ১৮ বছর আগে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ ৬৬ কোটি ৬৫ লাখ রুপি থাকার অভিযোগে করা একটি মামলার রায়ে আদালত তাকে এই সাজা দেন।
রায়ের ফলে কারাভোগের পাশাপাশি জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রমনিয়াম সোয়ামি মামলাটি দায়ের করেন। তিনি এনডিটিভিকে জানান, এ রায়ের পরে জয়ললিতা আর জনগণের বিশ্বাস ফিরে পাবেন না।
রায় ঘোষণার পর বেঙ্গালুরুর আদালতের বাইরে জয়ললিতার শতাধিক সমর্থক বিক্ষোভ করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান