বাংলার খবর২৪.কম ডেস্ক : দুর্নীতির দায়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। এ ছাড়া তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়।
প্রায় ১৮ বছর আগে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ ৬৬ কোটি ৬৫ লাখ রুপি থাকার অভিযোগে করা একটি মামলার রায়ে আদালত তাকে এই সাজা দেন।
রায়ের ফলে কারাভোগের পাশাপাশি জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রমনিয়াম সোয়ামি মামলাটি দায়ের করেন। তিনি এনডিটিভিকে জানান, এ রায়ের পরে জয়ললিতা আর জনগণের বিশ্বাস ফিরে পাবেন না।
রায় ঘোষণার পর বেঙ্গালুরুর আদালতের বাইরে জয়ললিতার শতাধিক সমর্থক বিক্ষোভ করেছেন।