ডেস্কঃ দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’ দরিদ্র ও অসহায় মানুষদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ নামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা দিয়ে থাকেন প্রতিষ্ঠানটি।
মিরপুর-১০, বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেটে পাথওয়ের নিজ কার্যালয়ে এ সেবা দিয়ে থাকে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
এখানে সেবা নিতে আসা রোগীরা বলছেন, এ ধরণের উদ্যোগ গ্রহণের কারণে তারা উপকৃত হচ্ছে। পিছিয়ে পড়া মানুষদের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলেও মনে করেন তারা। সু-চিকিৎসা পেয়ে সাধারণ দুঃস্থ মানুষেরা অনেক খুশী এবং তারা পাথওয়ে এই উদ্যোগকে স্বাগত জানান।
প্রয়োজন অনুযায়ী বড় কোন অস্ত্রোপচার ও প্যাথলজিক্যাল এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ পাথওয়ের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের স্বাস্থ্যসেবা প্রদানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটি।
একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে পাথওয়ে দৃঢ় প্রত্যয়ী। তবে যে পরিমাণ রোগীর সাড়া মিলেছে তাতে ওষুধ পর্যাপ্ত না থাকার কারণে সেবা দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তাই প্রতিষ্ঠানটির এ কার্যক্রম সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ওষুধের। আরো দৃঢ় ভাবে কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান