ডেস্ক : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে কেউ অনিয়মের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে কেউ অনিয়ম করলে সোজা জেলাখানায় পাঠানো হবে।’
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা অনিয়ম বা ভুল করলে এর দায় নির্বাচন কমিশনের ওপর পরে।
তিনি বলেন, একই সঙ্গে বেশি সাংবাদিক কেন্দ্র ঢুকতে দিবেন না, সাংবাদিকদের বুঝিয়ে বলবেন। বুঝিয়ে না বললে তারা নিউজ করবে কেন্দ্র প্রবেশে বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, ফলাফল তৈরির সময় সকল প্রার্থীর একজন করে উপস্থিত রাখবেন এবং তাদের সাক্ষর রাখবেন। কোন প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবে কমিশন।
এ সময় যুগ্ম সচিব মো. আবুল কাসেম, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচক কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।