পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল Logo ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন Logo লালমনিরহাটে মাদক ও অস্ত্র সহ আটক তিনজনকে আদালতে প্রেরণ Logo পাটগ্রামে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব’

ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, কেউ আমাকে আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য আমি প্রয়োজনে জীবন দেব। যদি মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাব। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না।

বাবার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার রক্ত ঝরিয়েছিলেন। আর আমি ইশরাক সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহকে ছাড়া আর কোনো মানুষকে ভয় পাই না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় শক্তিতে তিনি ভীত নন জানিয়ে ইশরাক বলেন, আমার কোনো রাষ্ট্রীয় শক্তি নাই, পুলিশি শক্তি নাই। আমার শক্তি হচ্ছে জনগণ।

বাবা সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে তিনি বলেন, আমার বাবা মাত্র ১৯ বছর বয়সে অস্ত্রহাতে গেরিলা যোদ্ধা হিসেবে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় ক্যাম্প করে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার বাবা তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে, এতে আপনাদের খারাপ লাগে না? আপনারা কি প্রতিবাদ করতে ভুলে গেছেন, আপনারা কি কাউকে ভয় পান? আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। আজকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছি। এক তারিখে আমরা সেই বিজয় ছিনিয়ে আনব। দেশনেত্রীকে মুক্ত করতে যে আন্দোলনে আমরা শরিক হয়েছি, সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব’

আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০

ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, কেউ আমাকে আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য আমি প্রয়োজনে জীবন দেব। যদি মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাব। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না।

বাবার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার রক্ত ঝরিয়েছিলেন। আর আমি ইশরাক সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহকে ছাড়া আর কোনো মানুষকে ভয় পাই না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় শক্তিতে তিনি ভীত নন জানিয়ে ইশরাক বলেন, আমার কোনো রাষ্ট্রীয় শক্তি নাই, পুলিশি শক্তি নাই। আমার শক্তি হচ্ছে জনগণ।

বাবা সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে তিনি বলেন, আমার বাবা মাত্র ১৯ বছর বয়সে অস্ত্রহাতে গেরিলা যোদ্ধা হিসেবে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় ক্যাম্প করে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার বাবা তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে, এতে আপনাদের খারাপ লাগে না? আপনারা কি প্রতিবাদ করতে ভুলে গেছেন, আপনারা কি কাউকে ভয় পান? আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। আজকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছি। এক তারিখে আমরা সেই বিজয় ছিনিয়ে আনব। দেশনেত্রীকে মুক্ত করতে যে আন্দোলনে আমরা শরিক হয়েছি, সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।