বাংলার খবর২৪.কম : দক্ষিণ কেরাণীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি জাকারিয়া রহমান জনি। একইসঙ্গে গ্রেফতারকৃত অপর ৬ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত সাতজনকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দঃ কেরাণীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সাতজনের মধ্যে প্রধান আসামি জনি আদালতে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
অন্য ৬ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গ্রেফতারকৃত সাতজন হলেন- হত্যাকা-ের মূল হোতা সুমন ওরফে সিএনজি সুমন, জনি ও তাদের পাঁচ সহযোগী রফিক, রানী, মুক্তা, শাহিদা, মজিদ।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি জনি। একই আদালতে অন্যদের রিমান্ড আবেদনের শুনানি শেষে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান