বাংলার খবর২৪.কম : মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ইন্টারনেট প্রোটকল (আইপি) ক্যামেরা বসানো হয়েছে। ফলে মহাসড়কে যানবাহন চলাচল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিবিড় পর্যবেক্ষণ এবং নজরদারির মধ্যে থাকবে।
শনিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ খন্দকার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইপি ক্যামেরা উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আইপি ক্যামেরার সাহায্যে মহাসড়কে যানবাহন চলাচলের সার্বিক অবস্থা তদারকির মাধ্যমে যানজট নিরসন করা সহজ হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের ক্ষেত্রে আইপি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বুধবার গাজীপুর জেলার চন্দ্রা, জয়দেবপুর চৌরাস্তা এবং বাইপাইল মোড়েও আইপি ক্যামেরা উদ্বোধন করেন। এ পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান