ডেস্ক: চীনের জিনগাই প্রদেশের রাজধানী জিনিংয়ের ব্যস্ত সড়কে হঠাৎ বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে যাত্রীবাহী বাস পড়ে গিয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ১৬ জন।
সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সড়কে হঠাৎ বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। আর একটি বাস সেই খাদে পড়ে অর্ধেক নিমজ্জিত অবস্থায় যেন হাওয়ায় দুলছে।
স্থানীয় একটি হাসপাতালের সামনে ঘটা ওই দুর্ঘটনায় গর্তের মধ্যে বিস্ফোরণ হতেও দেখা যায়। দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পেঁছে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে চলমান রয়েছে তদন্ত।
সড়কের মধ্যে হঠাৎ গর্ত হয়ে যাওয়ার বিষয়টি চীনে নতুন নয়। উন্নয়ন কাজ দ্রুত করতে গিয়ে নির্মাণজনিত জটিলতায় এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে প্রকৌশলীদের দোষারোপ করেন সংশ্লিষ্টরা।
২০১৬ সালের হেনান প্রদেশে একই ধরনের ঘটনায় তিন জনের মৃত্যু হয়, পাশাপাশি সড়কের একাংশ দেবে যায়। ওই সময় ঘটনার প্রাথমিক তদন্তে প্রবল বৃষ্টিপাতে সড়কের নিচে পানির পাইপ ফেটে যাওয়াকে কারণ হিসেবে জানানো হয়।
তার আগে ২০১৩ সালে শেনজেনে একটি শিল্প এলাকার প্রধান ফটকে ৩৩ ফুট গর্ত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান