ডেস্ক: হোম অব ক্রিকেট মিরপুরে চাপ কমাতে বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন অঞ্চলে একেক সময় আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি হলেও পরবর্তীতে মর্যাদা হারিয়েছে সেই স্টেডিয়ামগুলো। তবে আবারো মিরপুরে চাপ কমাতে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করে দিয়েছে বিসিবি। এক্ষেত্রে এবার নতুন চার শহর, বরিশাল, কেরানীগঞ্জ, ময়মনসিংহ ও সিলেটকে বেছে নিয়েছে তারা।
এ ব্যাপারে গতকাল রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘সিলেট স্টেডিয়ামটাকে আমরা বিরাট একটা সুযোগ করে দিতে পেরেছি। আরও কিছুকাজ চলছে, প্রায় শেষ হওয়ার পথে। আমরা দেখেছি এখানে প্রথম শ্রেণির টুর্নামেন্টসহ অনেক কিছু খেলাতে পারব।’
আরো বলেন, ‘বরিশালে আমরা সম্প্রতি একটা টুর্নামেন্ট করেছি। ওই মাঠটাকে আরও কিভাবে ভালো উন্নয়ন করা যায় সেটা ঠিক করছি। আমরা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির সাথে একটি চুক্তি সাক্ষর করেছি। ওদের এখানে ৮টি মাঠ আছে এর মধ্যে দুটো মাঠ আমরা নিয়ে নিচ্ছি।’
এছাড়াও কেরানীগঞ্জে একটি স্টেডিয়ামের কাজ শেষ বলেও জানিয়েছিলেন বিসিবি সভাপতি। কয়েকদিন আগেই বরিশাল স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।