
ফারুক আহমেদ সুজন :বিআরটিএ’র সকল সেবার পাশাপশি নতুন বছর ২০২০ সাল আগমন ও মুজিব বর্ষ উপলক্ষে বিআরটিএ মেট্রো সার্কেল-১ মিরপুর এর উদ্যোগে ব্যতিক্রমী গ্রাহক সেবা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ১জানুয়ারী বুধবার অফিসের কর্মকর্তারা আগত গ্রাহকদের সেবা দিয়ে তাদের সাথে কুশল বিনিমিয় ফুল দিয়ে ও লাভ চকলেট বিতরণ করেন। গ্রাকদের সাথে বিআরটিএ’র সর্ম্পক সুদৃঢ় করতে এই ব্যতিক্রমী আয়োজন করেন।