ডেস্ক : পরীক্ষায় ফেল করায় শরীয়তপুরের গোসাইরহাটে ফাতেমা আক্তার (১৪) ও সামিয়া আকতার (১০) নামে দুই ছাত্রী আত্মহত্যা করেছে।
গোসাইরহাট থানার ওসি মো. সেলিম রেজা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে জেএসসি ফলাফল জানার পর নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার আত্মহত্যা করে।
সে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মৃত্রসেনপট্টি গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
ওসি আরও জানান, ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। সে গত বছরও জেএসসিতে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
এ দিকে একই উপজেলার আলাওলপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের সিরাজ মালত ওরফে বাদশার মেয়ে ৭৮ নং বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সামিয়া আকতার (১০) পরীক্ষায় ফেল করে।
এ খবর তাদের বাড়িতে জানাজানির পর তার সৎ মা তাকে বকাবকি করলে সে দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান থানার ওসি সেলিম রেজা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান