অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

পুকুর খনন দেখতে বিদেশ সফর, ব্যয় সোয়া ১ কোটি!

ডেস্ক: পুকুর খননে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন ১৬ কর্মকর্তা। এই সফরে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত টাকা খরচ করে পুকুর খননের অভিজ্ঞতা নিতে বিদেশে যাওয়ার আয়োজন হাস্যকর। যা সরকারি অর্থের অপচয়।

সূত্র মতে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকল্পটি বাস্তবায়নে ১২৮ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হবে। ২৭ আগস্ট একনেক সভায় অনুমোদিত প্রকল্পের মেয়াদ ধরা হয়- ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এর আওতায় ১৬ কর্মকর্তা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নেদারল্যান্ডস যে কোনো একটি দেশ সফর করতে পারেন।

প্রথম পর্যায়ে ৮জন ও পরবর্তী পর্যায়ে ৮ কর্মকর্তা এ সফরে যাবেন। ৮ জনের মধ্যে চারজন করে বিএমডিএর প্রকৌশলী আর বাকি চারজন মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন। প্রকল্পটি প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ বলছেন, বিদেশ সফরের বিষয়টি তার মনে নেই।

এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকনোমিস্ট ও অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলছেন, বাংলাদেশে ঘুরলেই পুকুর পুনঃখনন ও রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। এত টাকা খরচ করে পুকুর খননের অভিজ্ঞতা নিতে বিদেশে যাওয়ার আয়োজন হাস্যকর। যা সরকারি অর্থের অপচয়।

তবে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন গণমাধ্যমকে বলেন, একনেকে প্রকল্পটি পাস হলেও অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজন মনে না করলে কর্মকর্তাদের বিদেশে নাও পাঠাতে পারে। আবার অনেক সময় বিদেশ সফরের ফাইল প্রধানমন্ত্রীর অনুমতির জন্য গেলেও তা ফেরত আসে।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়ার সময় মেয়াদ সংশোধনসহ কিছু শর্ত দেয়া হয়েছিল। এগুলো পূরণ করতেই অনেক সময় লেগে গেছে। কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। এক্ষেত্রে বিদেশ সফর করার প্রক্রিয়া শুরু হওয়াটাই তো স্বাভাবিক।

সূত্র জানায়, রাজশাহী, নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার ৪৩টি উপজেলার বরেন্দ্র অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কম। সেচকাজে মূলত ভূ-গর্ভস্থ পানি ব্যবহৃত হয়। তবে এ প্রবণতা কমাতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রকল্পটি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এ প্রকল্পে ৭১৫টি পুকুর ও ১০টি দিঘী পুনঃখনন, ৮৫টি সৌরচালিত লো লিফট পাম্প স্থাপন, ৮০টি ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ, ৮৫টি প্রিপেইড মিটার ক্রয়, ৯ হাজার মিটার ফিতা পাইপ ক্রয় এবং দেড় লাখ বৃক্ষরোপণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

পুকুর খনন দেখতে বিদেশ সফর, ব্যয় সোয়া ১ কোটি!

আপডেট টাইম : ০৬:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

ডেস্ক: পুকুর খননে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন ১৬ কর্মকর্তা। এই সফরে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত টাকা খরচ করে পুকুর খননের অভিজ্ঞতা নিতে বিদেশে যাওয়ার আয়োজন হাস্যকর। যা সরকারি অর্থের অপচয়।

সূত্র মতে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকল্পটি বাস্তবায়নে ১২৮ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হবে। ২৭ আগস্ট একনেক সভায় অনুমোদিত প্রকল্পের মেয়াদ ধরা হয়- ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এর আওতায় ১৬ কর্মকর্তা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নেদারল্যান্ডস যে কোনো একটি দেশ সফর করতে পারেন।

প্রথম পর্যায়ে ৮জন ও পরবর্তী পর্যায়ে ৮ কর্মকর্তা এ সফরে যাবেন। ৮ জনের মধ্যে চারজন করে বিএমডিএর প্রকৌশলী আর বাকি চারজন মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন। প্রকল্পটি প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ বলছেন, বিদেশ সফরের বিষয়টি তার মনে নেই।

এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকনোমিস্ট ও অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলছেন, বাংলাদেশে ঘুরলেই পুকুর পুনঃখনন ও রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। এত টাকা খরচ করে পুকুর খননের অভিজ্ঞতা নিতে বিদেশে যাওয়ার আয়োজন হাস্যকর। যা সরকারি অর্থের অপচয়।

তবে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন গণমাধ্যমকে বলেন, একনেকে প্রকল্পটি পাস হলেও অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজন মনে না করলে কর্মকর্তাদের বিদেশে নাও পাঠাতে পারে। আবার অনেক সময় বিদেশ সফরের ফাইল প্রধানমন্ত্রীর অনুমতির জন্য গেলেও তা ফেরত আসে।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়ার সময় মেয়াদ সংশোধনসহ কিছু শর্ত দেয়া হয়েছিল। এগুলো পূরণ করতেই অনেক সময় লেগে গেছে। কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। এক্ষেত্রে বিদেশ সফর করার প্রক্রিয়া শুরু হওয়াটাই তো স্বাভাবিক।

সূত্র জানায়, রাজশাহী, নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার ৪৩টি উপজেলার বরেন্দ্র অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কম। সেচকাজে মূলত ভূ-গর্ভস্থ পানি ব্যবহৃত হয়। তবে এ প্রবণতা কমাতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রকল্পটি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এ প্রকল্পে ৭১৫টি পুকুর ও ১০টি দিঘী পুনঃখনন, ৮৫টি সৌরচালিত লো লিফট পাম্প স্থাপন, ৮০টি ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ, ৮৫টি প্রিপেইড মিটার ক্রয়, ৯ হাজার মিটার ফিতা পাইপ ক্রয় এবং দেড় লাখ বৃক্ষরোপণ করা হবে।