বাংলার খবর২৪.কম : রাজধানীর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে খেলনা পিস্তলসহ এক ভুয়া এএসপিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইমাম শাহজাদা হোসেন ভাসানী ওরফে রনক জাহান (৩৫)।
রাতে তাকে তিলপাপাড়া এলাকার ৪৯৯ নম্বর বাসার ৫ম তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে তাকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, পিস্তল রাখার কভার, একটি পুলিশ লেখা আইডি কার্ড ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ইমাম শাহাজাদা হোসেন রাতে ওই বাসায় গিয়ে কাওছার মিয়া নামে এক বাসিন্দার কাছে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় কাওছার চাঁদা দিতে অস্বীকার করলে তারা কাছ থেকে জোর করে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় শাহাজাদা। তার গতিবিধি সন্দেহ হলে কাওছার তার বন্ধু মানিক ও নাজমুলকে ফোনের মাধ্যমে বিষয়টি জানায়। তারা খিলগাঁও থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ইমাম শাহাজাদা হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার অপর সহযোগী পালিয়ে যায়।
এ সংক্রান্তে খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান