ডেস্ক : ট্রাস্ট পরিবহনের পর একই দিনে এবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সোহাগ।
এর ১ ঘণ্টা আগে কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই গাড়ি থেকে নেমে গিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে।
এতে মহাখালী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।