ডেস্ক : নিজেই চালাচ্ছিলেন গাড়ি। মাঝপথে গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২০১২ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড খেতাব জেতা জানিব নাভিদ (৩২)।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্রন্স জর্জ’স কাউন্টিতে গত রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় পুলিশ। জানা যায়, ‘মার্সিডিজ সিএল২’ গাড়িটি ব্যস্ত সড়কেই উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে নাভিদ একাই ছিলেন। খবর ম্যাগাজিন পিপল।
ম্যারিল্যান্ড পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, নাভিদ মদ্যপ অবস্থায় ছিলেন না। তবে ঘটনার সব কিছু এখনো খোলসা করা হয়নি। এখনো তদন্ত চলছে।
নিউইয়র্কের পোমোনা এলাকায় থাকতেন নাভিদ। দেশটির পেস ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর কানাডার টরন্টোয় আয়োজিত মিস পাকিস্তান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন। ২০১২ সালের ২৪ আগস্ট দশম নারী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ খেতাব জেতেন নাভিদ। এর পর ২০১২ সালে মিস আর্থ সুন্দরী প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেন তিনি। মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পর তৃতীয় বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা মিস আর্থ।
নাভিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও উদ্যোক্তা। এই বিউটি কুঈন প্রসঙ্গে বর্তমান মিস পাকিস্তান ওয়ার্ল্ড সোনিয়া আহমেদ বলেন, মিস পাকিস্তান ওয়ার্ল্ড আয়োজক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছিলেন নাভিদ। পাকিস্তানের মাটিতে কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয় না। তেমন একটি দেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতা খেতাব জেতা চাট্টিখানি কথা নয়! তার মৃত্যুতে আমরা শোকাহত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান