ডেস্ক: বইয়ের তাক। সেখানে সারি সারি সাজানো রয়েছে বই। তার উপরে দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা বিক্রি হল ৮৫ লাখ টাকায়!
দেওয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে। বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান পরিকল্পনা করেছিলেন এই আর্টের। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।
মিয়ামিতে বিক্রি হলেও এই শিল্পকলার প্রথম প্রদর্শন হয়েছিল প্যারিসের পেরোটিন গ্যালারিতে। সেই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, “এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর মূল্য কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।”
সেই শিল্পকর্মই মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা। আর ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা। সূত্র: আনন্দবাজার
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান