বাংলার খবর২৪.কম : চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় একটি রেস্ট হাউজে অভিযান চালিয়ে সাত নারীসহ আটজনকে আটক করেছে মাদক দ্রব্য নিএ সময় বেশ কিছু মাদকদ্রব্য ও জন্ম নিরোধক উপকরণ উদ্ধার করা হয়।
উত্তর খুলশী পাঁচ নম্বর সড়কের আট নম্বর বাড়িতে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আটকরা হলেন- রেস্ট হাউজের মালিক রেখা আক্তার, ব্যবস্থাপক মরিয়ম বেগম, মায়া আক্তার, সাদিয়া টুম্পা, আলভী রহমান, সাথী আক্তার, বীথি আক্তার ও মো. ইরফান।
‘এনএস রেস্ট হাউজ’ নামে ওই বাসাটিতে মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কার্যকলাপ হয় বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের তত্তাবধায়ক চৌধুরী ইমরুল হাসান।
তিনি জানান, বাসাটি থেকে বিভিন্ন ধরনের ২৬ বোতল মদ, বিয়ার ও বিভিন্ন ধরনের জন্ম নিরোধক উপকরণ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, রেখা আক্তার বাড়িটি ভাড়া নিয়ে অবৈধভাবে রেস্ট হাউজের ব্যবসা করতেন।
রেস্ট হাউজের মালিক রেখার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ব্যবস্থাপক মরিয়ম ও ইরফানকে দুইমাস করে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের নিয়মানুযায়ী জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন চৌধুরী ইমরুল। য়ন্ত্রণ অধিদপ্তর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান