বাংলার খবর২৪.কম : ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’ এ শ্লোগানে এবারের বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের কলাতলী ‘জ’ ভাস্কর্য প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন করপোরেশন, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতি, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, টোয়াক ও পর্যটন সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। জেলা প্রশাসক মো: রুহুল আমিনের নেতৃত্বে শোভাযাত্রাটি লাবনী পয়েন্টের উম্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক অনন্ত কুমার চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) কবির-বিন-আনোয়ার, কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, হোটেল শৈবালের ব্যবস্থাপক নুরুল ইসলামসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লাবণী পয়েন্টে গাছের চারা রোপন করা হয়।
এ দিবস উপলক্ষে সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকত প্রাঙ্গনের উম্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাড়া জাগানো কন্ঠ শিল্পী মেহরীন গান পরিবেশন করবেন।
এ ছাড়াও পর্যটকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতি।
এ দিনে ফুলের স্টিক দিয়ে বরণ করা হয় সৈকতে আসা পর্যটকদের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান