বাংলার খবর২৪.কম, সুনামগঞ্জ : অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়ক ভেঙে যাওয়ায় তাহিরপুর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশের সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জে গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে। এতে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা এলাকার একশ’ মিটার নামক সড়কটি ভেঙে যায়। ফলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশেরযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দু’টি বালুর নৌকা দিয়ে মোটরসাইকেলের যোগাযোগ ব্যবস্থা জোড়াতালি দিয়ে চালিয়ে রাখার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, শক্তিয়াখলা সড়কটি ঢলে ও বৃষ্টিতে ভেঙে যাওয়ায় আমরা দ্রুত সড়ক সংস্কারের জন্য চেষ্টা করছি। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিপাকে রয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিস্থিত মোকাবিলায় দ্রুত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছি। এদিকে সুরমা নদীর পানি কিছুটা কমলেও গতকাল শুক্রবার সুনামগঞ্জ পয়েন্টে এখনো বিপদসীমার ৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল ও বর্ষণের পানিতে তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, ছাতক ও জামালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ৬টি সীমান্ত নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান