ফারুক আহমেদ সুজনঃ রাজধানীর বিআরটিসি জোয়ার সাহারা বাস ডিপোতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পেশাদার চালকদের উদ্দেশ্যে দিনব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০১৯/২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ মেট্রো সার্কেল ০১ মিরপুর এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় সড়ক মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের শতাধিক পেশাদার চালক উপস্থিত ছিলেন। কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিকারে পূর্ব-সাবধানতা অবলম্বন, দুর্ঘটনার তথ্য ও দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন, সাইন সিগন্যাল, গাড়ি চালানোর সময় যেসব কাগজপত্র সাথে রাখা জরুরি, মোটরযান অধ্যাদেশে বিভিন্ন শাস্তি এবং চালকদের নৈতিকতা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ইতঃপূর্বে মিরপুর বিআরটিএ প্রতি সপ্তাহে ৩ দিন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ প্রধান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো:সামীমুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের উপ পরিচালক শফিকুজ্জামান ভূইয়া, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক মোহাম্মদ আলী আহসান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক বশির উদ্দিন, জিয়াউর রহমান,তানভীর আহমেদ সহ আরো কর্মকর্তা ও কর্মচারীগন ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান