বাংলার খবর২৪.কম ডেস্ক: সন্ত্রাস দমনে পাকিস্তান বরাবরই অঙ্গীকারাবদ্ধ বলে ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম ভাষণে তিনি একথা বলেন।
নওয়াজ বলেন, বিশ্বব্যাপি সন্ত্রাসীদের উত্থানে সবার সঙ্গে পাকিস্তানও উগি¦গ্ন। তবে আমরা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তাদের মোকাবিলা করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস মোকাবেলায় যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে।
নওয়াজ বিশ্বব্যাপি আগ্রাসনের ভয়াবহতা নিয়ে কথা বলেন। বিশেষ করে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা করেন তিনি।
ভাষণে নওয়াজ বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তন মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সম্প্রতি পাকিস্তানে ভয়াভহ বন্যার সৃষ্টি হয়ে অনেকের প্রাণহানি হয়েছে। অন্যান্য দেশেও বিভিন্ন মারাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে। তাই সবাইকেই জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সজাগ দৃষ্টি রেখে সচেতন থাকতে হবে।
পাক-ভারত সম্পর্ক সম্পর্কে নওয়াজ বলেন, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু দু’দেশের মধ্যকার পররাষ্ট্র পর্যায়ের বৈঠক ভারত বাতিল করেছে। যা আমাদের প্রত্যাশিত নয়।
নওয়াজ মনে করেন, বৈঠক বাতিল করে ভারত কাশ্মীর সমস্যা সমাধানের আর একটি সুযোগ নষ্ট করল। কাশ্মীরের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। সেই অধিকারকে সমর্থন করা পাকিস্তানের ঐতিহাসিক দায়িত্ব। কাশ্মীর সমস্যার সমাধানে আন্তর্জাতিক শিবিরেরও এগিয়ে আসা উচিত। কেননা, গণভোটের জন্য কাশ্মীরের মানুষ এখনও অপেক্ষা করছেন। সূত্র: দ্য ডন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান