ফারুক আহমেদ সুজনঃ ঝিনাইদহ রোড টান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক সদা হাস্যজ্জল ব্যক্তি বিলাস সরকার আর নেই। মঙ্গলবার রাত ৮.৪৫মিনিটে দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছল। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
ঝিনাইদহ বিআরটিএর কর্মচারী বাবুল হোসেন খবরের সত্যতা নিশ্চত করে জানান, বেশ কয়েক দিন ধরে বিলাস সরকারের শরীর অসুস্থ ছিল। মঙ্গলবার রাতে তিনি ঝিনাইদহের সমতা ক্লিনিকে চিকিৎসকের কাছে যাওয়া উদ্দেশ্যে বের হন। রাস্তার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী তাকে মৃত ঘোষনা করেন।
জানা গেছে বিলাস সরকারের হার্টে রিং লাগানো ছিল। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী জানান, বিলাস সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আগেই মারা গিয়েছিলেন। বুধবার ফরিদপুর তার নিজের গ্রামে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। এ দিকে
ফরিদপুর #বিআরটিএ এর #সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃআব্দুর_রউফ গতকাল রাত ১.৫০ মিনিটে পরলোক গমন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান