বাংলার খবর২৪.কম, ঝালকাঠি : ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার একদল ছাত্র এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে।
এসময় মাদ্রাসা ছাত্ররা হামলা চালিয়ে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয় ।
সদর থানার পরিদর্শক (ওসি) শীলমনি চাকমা বলেন, সন্ধ্যার দিকে শহরতলীর বাসন্ডা গ্রামের ওই মাদ্রাসা এলাকায় ব্যবসায়ী রুহুল আমীনের দোকানে বিকাশের টাকা উত্তোলন করতে যায় মাদ্রাসার আলিমের ছাত্র মাহিম।
টাকা লেনদেন নিয়ে ব্যবসায়ী রুহুল ও ছাত্রটির মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয় ।
পরে রাতে এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার একদল ছাত্র ও স্থানীয় ব্যসায়ীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে রুহুলের দোকানসহ আশপাশের কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করে ছাত্ররা। তবে এ ঘটনায় দু’পক্ষের কাউকেই আটক করা হয়নি ।
মাদ্রাসা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এ ব্যপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।