ফারুক আহমেদ সুজন : জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বনানীস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পরিবহন মালিক নেতা ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙা, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, রেলসচিব মোফাজ্জেল হোসেন, বিআরটিএ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ মালিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।