ফারুক আহমেদ সুজনঃ ডেঙ্গু রোগে আক্রান্ত পথশিশু নাহিদ ফিরে পেয়েছে তার আপন ঠিকানা। ইলেক্ট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশাল মিডিয়াতে সংবাদ প্রচারের পর তার খোঁজ শুরু করেন তার স্বজনেরা । নাহিদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দীন থানার শরালকী গ্রামে। মানুষের মুখে নাহিদের কথা শুনতে পেরে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন নাহিদের নানী। ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালের নাম-ঠিকানা না জানার কারণে পথে পথে ঘুরতে হয় তাকে। অবশেষে হাসপাতালের ঠিকানা পেয়ে ছুটে যান এবং দেখা পান আদরের নাতি নাহিদের। নাহিদকে কাছে পেয়ে শেষ হয় অপেক্ষার প্রহর এবং পরিজনদের চোখে ছিলো আবেগঘন আনন্দের অশ্রু ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মহিবুর রহমান মুহিব- জাতীয় সংসদ সদস্য (পটুয়াখালী-৪), মোস্তাক আহম্মেদ- উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, গাজী মেজবাউল হোসেন সাচ্চু- যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, অধ্যাপক ডাঃ মোঃ শাহাবুদ্দিন খাঁন, চেয়ারম্যান- আল-হেলাল স্পেশালাইজ্ড হাসপাতাল, মোঃ রকনুল হক- উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সাইমন সাদিক-চিত্রনায়ক ও সমাজসেবক, মোঃ শাহিন-নির্বাহী পরিচালক, পাথওয়ে প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা, চেয়ারম্যান, পাথওয়ে ও প্যানেল মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান