বাংলার খবর২৪.কম ডেস্ক: ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলার প্রশ্নে পদত্যাগ করেছেন বৃটেনের ছায়া শিক্ষামন্ত্রী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লেবার পার্টির অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে শুক্রবার তিনি পদত্যাগ করেন।
শুক্রবার বৃটেনের হাউজ অব কমন্সে আইএস প্রসঙ্গে যে ভোটাভুটি হয়েছে। সেখানে অধিকাংশ এমপি সামরিক অভিযানের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু রুশনারা ভোট দানে বিরত ছিলেন।
লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ডের কাছে লেখা পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, আইএস জঙ্গীরা যা করছে তা ভয়ংকর এবং বর্বরোচিত। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি নিশ্চিত নই যে এই সামরিক অভিযান স্বল্প মেয়াদে কোন কার্যকর ফল বয়ে আনবে।
তিনি আরো বলেন, আইএস যা করছে তার নিন্দায় বৃটিশ মুসলিমরাও ঐক্যবদ্ধ। কিন্তু মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিশ্বাস প্রবল যে, ওই জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও রক্তপাত ঘটাবে।
প্রসঙ্গত, রুশনারা আলী পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যূষিত বেথনাল গ্রীন এন্ড বো এলাকা থেকে এমপি নির্বাচিত হন। একজন সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে তিনি বেশ দ্রুতই লেবার পার্টির প্রথম সারিতে চলে আসেন। এড মিলিব্যান্ডের শ্যাডো কেবিনেটে শিক্ষা মন্ত্রীর দায়িতও¡ পান। সূত্র: বিবিসি