ফারুক আহমেদ সুজনঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর মিরপুর বিআরটিএ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট বাঙালির ইতিহাসে বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ মশিয়ার রহমান,চেয়ারম্যান বিআরটিএ,হুমায়ুন কবির,অতিঃ সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,ড.মোঃ কামরুল হাসান,যুগ্ম সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,ইউসুফ আলী মোল্লাহ,পরিচালক (প্রশাসন)বিআরটিএ,মোঃ সিরাজুল ইসলাম পরিচালক (প্রশিক্ষণ)বিআরটিএ,শাহ মোহাম্মদ আবদুল তারেক,উপপরিচালক (প্রশাসন) বিআরটিএ,
শফিকুজ্জামান ভূইয়া,উপপরিচালক বিআরটিএ ঢাকা বিভাগ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশনেন।