বাংলার খবর২৪.কম : চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট মসজিদের বায়তুশ শরফ কমপ্লেক্সে শুক্রবার ইমামকে জুমুআ’র খুতবা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্ত আব্দুর রশিদ আল-কাদেরী পলাতক রয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে মসজিদের ইমাম আইয়ুব আলী খুতবা পড়া শুরু করলে অব্যাহতিপ্রাপ্ত খতিব আব্দুর রশিদ আল-কাদেরীর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক খুতবারত ইমামকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানি বলেন, ‘খতিবের দুর্নীতি প্রকাশ হওয়ার পর থেকে তিনি স্থানীয় কিছু সন্ত্রাসী ভাড়া করে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।’
খতিবের দুর্নীতির বিষয়ে গঠিত অডিট কমিটির সভাপতি আহমদ কবির বলেন, ‘মসজিদের খতিব আব্দুর রশিদ আল-কাদেরী একই সঙ্গে কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন। দীর্ঘ তিন বছর ধরে কমিটির কোনো সভা না করাসহ আয়-ব্যয়ের হিসাব না দেওয়া, কয়েকটি সভায় অনুপস্থিত থাকা ও মসজিদ-এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার পরিচালনা কমিটির সভায় আল-কাদেরীকে সৃষ্ট বিতর্ক অবসান ও কমপ্লেক্সের যাবতীয় হিসাব কমিটিতে উপস্থাপন না করা পর্যন্ত খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান